কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছভুক্ত ‘সি’(ব্যবসায় শিক্ষা) ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরিক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং শাখা ছাত্রলীগ ও বিভিন্ন আঞ্চলিক সংগঠন।
‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘সবকিছুই সুষ্ঠুভাবে হচ্ছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শিক্ষার্থী উপস্থিতির হার অনেক ভালো।’
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়