সেবারও ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিল একজন ভারতীয় ক্রিকেটার এবারও হয়েছে একজন ভারতীয় ক্রিকেটার। ২০০৩ সালে সেরার সেরা ক্রিকেটার হন ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার এবার টুর্নামেন্ট সেরার পুরস্কারটা পেয়েছেন ভারতীয় আরেক ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। দুজনেই ছিলেন নিজ নিজ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুজনেই বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কাকে করা হবে, তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। অনেকে ভেবেছিলেন, ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া মহম্মদ শামি পাবেন এই স্বীকৃতি। কিন্তু বোলার নয়, বেছে নেওয়া হয়েছে ব্যাটারকে। বিরাট কোহলি। ১১ ইনিংসে ৭৬৫ রান করে কোহলিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে হারের পর বিমর্ষ কোহলিকে ডেকে নেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। তবে এদিন হাসিমুখে দেখা যায়নি কোহলিকে।
সবমিলিয়ে বিরাটের এবারের বিশ্বকাপ পর্বটা ছিল মনে রাখার মতোই। ১১ ম্যাচে ৬ অর্ধশতক, ৩ শতকসহ করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ১১ ইনিংস ব্যাট করে ৯টি ইনিংসেই কমপক্ষে ৫০ রান করেছেন কোহলি।