এবার টালিউডের ‘মানুষ’ সিনেমায় অপরাধীকে ধরতে পুলিশের চরিত্রে পর্দায় আসছেন মিম। ফের ছড়িয়ে দিতে আসছেন নিজের অভিনয় ও সৌন্দর্যের একরাশ মুগ্ধতা।
মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত টালিউড সিনেমা ‘মানুষ’। এতে টালিউড সুপারস্টার জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটির নাম মন্দিরা। রোববার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরাকে সামনে আনলেন মিম। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।
নিজের ফেসবুকে মন্দিরা চরিত্রের একটি ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে দেখা গেছে পুলিশ অফিসার মন্দিরার বেশে তিনি। ক্যাপশনে লিখেছেন, মুক্তিপ্রতিক্ষিত ‘মানুষ’-এর এক ঝলক। চরিত্র মন্দিরা।
মিমের এমন লুক দেখে সন্তুষ্ট তার অনুরাগীরা। এর আগেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা অন্তর্জালে পুলিশের বিশেষ ইউনিটের চরিত্রে দেখা গেছিল তাকে। সেসময়ও দর্শকের কাছে বেশ প্রশংসিত হয় তার চরিত্র।
আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘মানুষ’, যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। সিনেমায় জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন মিম।