দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২৩ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে )বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ রসায়ন বিভাগের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান । বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মামুনুর রশিদ, অধ্যাপক ড. বলরাম রায়, অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা । এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. আতিকুল ইসলাম, ড. উত্তম কুমার সরকার, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মিজানুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দক্ষ গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাল্টিকালচার এনভাইরনমেন্টের সুযোগ কাজে লাগাতে হবে । সেইসাথে নিজের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা উঁচুতে তুলে ধরতে হবে । নবীনদেরও পূর্বসূরীদের দেখানো পথে হেটে দক্ষ গ্রাজুয়েট হয়ে দেশ ও জাতির কর্মকান্ড পরিচালনায় সহযোগিতা করতে হবে ।
উল্লেখ্য, রসায়ন সমিতির এ আয়োজনে অত্র বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিদায়ি ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা । পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি
মোবাইলঃ০১৫১৬৩৩৪৫৬৯