ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পরিবার বলতে ছিল শুধুমাত্র তার নানুভাই। তিনিও মারা গেছেন প্রায় বছরখানেক হতে চললো। স্বামী রাজের সাথে ডিভোর্সের পর বর্তমানে দুই সন্তানকে নিয়েই যতো ব্যস্ততা এই নায়িকার।
তবে এই নায়িকার জীবনেও আছে বেশ কিছু পছন্দের মানুষ। যাদের মধ্যে অন্যতম তার কয়েকজন বোন। সম্পর্কে তারা পরীর কাজিন। তাদের সঙ্গেই এবার বেশ কিছু ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে করেছেন। যেখানে পরীর সঙ্গে দেখা গেছে তার তিন বোনকে। চার বোন একসঙ্গে ধরা দিয়েছেন শাড়িতে। ছবিগুলো প্রকাশ করে নায়িকা লিখেছেন, এদের ধারণা- এক একজন এক এক ছবিতে সুন্দর।
এরপর বোনদের উদ্দেশ্যে নায়িকা বলেন, তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। কাজিনস ফরএভার।