ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি ছিল গতকাল মঙ্গলবার। রজতজয়ন্তী উপলক্ষ্যে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমার পরিচালক, সকলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। এমন উদযাপন থেকে নিজেকে বঞ্চিত করেননি শাকিবের সহ-অভিনেত্রী অপু বিশ্বাস।
মঙ্গলবার (২৮ মে) শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। শাকিবকে নিয়ে পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং তাদের সন্তান আব্রাহান খান জয়। এরপর শাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ৭২টি ছবির কথা লিখে একত্রে এ জুটির নির্মিত ছায়াছবির সংখ্যা বুঝানোর চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তবে কোটি টাকার কাবিন লিখে তিনি কী বুঝাতে চেয়েছেন সেখানে রয়েছে রহস্য। এছাড়া বউ ও তাদের সন্তানের কথা সবারই জানা।