রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রিন আর্থ এর ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি রুমি আহমেদ ও তোফায়েল আহমেদ তোফা কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার(৫জুন) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের এক কার্যকরী সভায় দুপুর ১টায় সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ শফিউল আলম এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন
কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি: ১. নুরুজ্জামান প্রান্ত, ২.সাজ্জাদ হোসেন,৩.পিয়াস কুমার সাহা, ৪.মারিয়া রহমান, ৫.জিহানুল ইসলাম জিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক: ১.নাফিস ফয়সাল,২.আশরাফুল হোসেন আশরাফ,৩.মেহরিশ খান নিকিতা,৪.ইফতেখারুল ইসলাম,৫.আফিফা তাসনীম,৬.মো. পিয়াস,৭.শামীমা ইয়াসমিন মিমি, প্রচার সম্পাদক: সুমন কুমার দাস,উপ-প্রচার সম্পাদক: এস এম রায়হান ও সজীব পাল,দপ্তর সম্পাদক: মো. নবীন হোসেন,উপ-দপ্তর সম্পাদক: প্রদীপ কুমার বিশ্বাস ও সাদিয়া আফিফা সূচী,সাংগঠনিক সম্পাদক: ১.ফারিয়া ইকবাল পাফিন,২.কানন হোসেন,৩.রায়হান কবির মেরাজ,৪.জ্যোতি সাহা রাধা,৫.জাকিয়া তাবাসসুম ও ৬.অর্পিতা অধিকারী,ব্র্যান্ডিং এন্ড ডকুমেন্টেসন: ইয়ামুন হাসান সৌমিক,উপ-ব্র্যান্ডিং এন্ড ডকুমেন্টেসন: মো. মাহিউর রহমান ইউসা,মিডিয়া এন্ড পাব্লিকেশন: হাবিবা সুলতানা হিমা,উপ-মিডিয়া এন্ড পাব্লিকেশন: আফিয়া ইবনাথ,পরিবেশ বিষয়ক সম্পাদক: তামান্না তাবাসসুম আখি,উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক: খন্দকার রাফিউল ইসলাম বনি,সাংস্কৃতিক সম্পাদক: আফ্রিদা বিনতে ইকবাল,উপ-সাংস্কৃতিক সম্পাদক: রোদেলা আফরিন বর্ষা ও পুষ্পিতা তালুকদার,শিক্ষা সম্পাদক: মো. নাসিম রাব্বি,উপ-শিক্ষা সম্পাদক: মো. আইয়ুব আলী,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: মো. নাইম,উপ-দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: মো. তাওসিফ আবেদিন ইফতি,পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পাদক: মোছা. শাহনাজ রহমান তিশা,উপ-পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক: মো. সাকলাইন মোস্তাক অন্তর,তথ্য-প্রযুক্তি সম্পাদক: মো. আদিব জাওয়াদ রিদম,উপ তথ্য-প্রযুক্তি সম্পাদক: উজ্জ্বল বাবু তঞ্চঙ্গ্যা।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়