বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। শোনা যাচ্ছে, অনেকদিন থেকে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন তিনি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সেকেন্ড প্রি ওয়েডিংয়েও প্রেমিককে সাথে নিয়েই হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।
ইতালিতে প্রেমিকের হাত ধরা রোম্যান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। ছবির ক্যপশনে তিনি লিখেছেন, ‘এটাই আমার সেরা ছুটি। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।’
উল্লেখ্য, শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি।