সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই উদ্ভট পোশাকের কারণে আলোচনার শীর্ষে থাকেন উরফি জাভেদ। প্রতি মুহূর্তেই যেন নতুন নতুন ফ্যাশনে চমক দেখান নেটদুনিয়ায়। তার পোশাকে কাপড় থাকে না বললেই চলে! কখনও ছবি দিয়ে, কখনও ফুল-ফল, তারকাঁটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়েছেন তিনি।
সাহসী ফ্যাশনের কারণে বার বার শিরোনামে এসেছেন উরফি জাভেদ। টেলিভিশনের হাত ধরে রুপোলি পর্দায় সফর শুরু। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, আর কোনও দিন টেলিভিশনে ফিরতে চান না তিনি। টেলিশিল্পীদের সঙ্গে অভব্য আচরণ করা হয়।
উরফি আরও বলেন, বিগবসে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়। মুখ্য চরিত্রে যারা অভিনয় করেন, তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হলেও পার্শ্বচরিত্রে যারা অভিনয় করেন, তাদের অভিনয়শিল্পী তো দূর, মানুষ হিসাবেই গণ্য করা হয় না। নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ। ‘বিগ বস’ আমার কাছে বড় সুযোগ ছিল। তবে বর্তমানে একটা কথাই বলতে পারি, ‘বিগ বস’-এ ফিরতে চাই না আমি।