পিঁপড়া পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির প্রাণী। ক্ষুদ্র হলেও এ প্রাণীর আক্রমণে অতিষ্ট হয়ে পড়ে সকলেই। কোনো কারণে একবার পিঁপড়া বাড়িতে ঘাটি তৈরি করলে রান্নাঘর, বেড রুম, পোশাকের আলমারি কোনো কিছুই বাদ থাকে না যেখানে পিঁপড়ার অস্বিত্ব খুঁজে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে বাড়িঘরের প্রতিটি কোণ পিঁপড়া মুক্ত রাখা সত্যিই কষ্টকর।
হার্ভার্ড ইউনিভার্সিটির প্রাণিবিজ্ঞানী অধ্যাপক অ্যাডওয়ার্ড ওসবোর্ন উইলসন সারা জীবন কাটিয়েছেন পিঁপড়া সম্পর্কে গবেষণা করে। তার ভাষ্যমতে, পিঁপড়ার কোনো কান নেই। তবে এর হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেনসিং ভাইব্রেশন, যার মাধ্যমে আশপাশের পরিস্থিতি পিঁপড়া বুঝতে পারে। তাই তারা সবসময় দল বেঁধে চলে।
তবে কিছু উপাদান রয়েছে যেগুলো পিঁপড়া একদম সহ্য করতে পারে না। উপাদান গুলো ব্যবহার করে সহজেই ঘড়-বাড়ি পিঁপড়া মুক্ত করা যেতে পারে। যেমন-
১। তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তেজপাতা পিঁপড়া তাড়ানোয় খুব উপকারী।
২। লবঙ্গ, পুদিনা পাতা, কর্পূরের গন্ধেও পিঁপড়া ঘরে থাকতে পারে না।
৩। বাড়ির প্রতিটি স্থান ও কোনা পিঁপড়ামুক্ত রাখতে বোরিক পাউডার ছিটিয়ে রাখুন।
৪। বোরিক পাউডারের পরিবর্তে বেকিং সোডাও এ ক্ষেত্রে ভালো কাজে আসে।
৫। কালিজিরা বা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে।
৬। পিঁপড়া আসতে পারে এমন সন্দেহপ্রবণ স্থানে লাল মরিচ, দারুচিনি ও লেবুর খোসা রাখুন।