“বন্যা, খরা ও জলোচ্ছ্বাস গাছ কাটলে সর্বনাশ”এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল ডিভিশন স্টুডেন্টস্ ফোরাম (বিডিএসএফ)।আজ বৃহস্পতিবার ( ০৬ই জুন) এই কর্মসূচি পালন করেন তারা।
ক্যাম্পাসের বঙ্গবন্ধু হল,খালেদা জিয়া হল,কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া,মতিহার হল ও শের ই বাংলা হল সহ ক্যাম্পাসের বেশ কিছু জায়গায় ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ সজীব সরদার বলেন, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। আর সেই অক্সিজেন আমরা গাছ থেকে পাই কিন্তু সমাজকে উন্নত করতে গিয়ে আমরা সেই অক্সিজেনকেই ধ্বংস করে ফেলছি। একটা গাছ যদি আমাকে ছায়া দেয়,একটুখানি প্রশান্তি দেয়, বাতাস আর বেঁচে থাকার মূল উপাদান দেয় তাহলে কেন আমরা গাছ লাগাবো না। এজন্যই আমাদের আমাদের এই ছোট উদ্যোগ। এসময় সংগঠনের উপদেষ্টা ও বাকি সদস্যগণ এই প্রসংশনীয় উদ্যোগের সাধুবাদ জানায়।
সংগঠনের সাবেক সহ সভাপতি হাসান হাওলাদার বলেন,আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর যাবত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে আসছি। এতে যেমন গাছ বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তেমনি অক্সিজেনও দিবে।
এসময় সংগঠনটির সাবেক কমিটির সেক্রেটারি ও বর্তমান কমিটির কার্যনিবাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়