ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গত ঈদে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে তাহসান ও ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রচারের পর আলোচিত বিষয় হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন। গানটির ভিডিওতে রেকর্ড পরিমাণ ভিউও হয়।
এবার সেই গানটিই লন্ডনের একটি মঞ্চে গাইতে দেখা গেল ফারিণকে। যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেল, মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি। যেই গান প্রচারের পর প্রশংসায় ভাসছেন, মঞ্চে সেই গান বেসুরে গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন।
ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী। অনেকেই ধারণা করছেন, ‘ইত্যাদি’তে গানটি অটোটিউন করে গাওয়া হয়েছে। এ কারণেই ফারিণের গলায় বেসুরো মনে হয়নি। লন্ডনে সরাসরি গাইতে গিয়ে বিপত্তি বাধে।