দারুণ সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।স্টেজ শো’র কাজে প্রায়ই যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশ। কিছুদিন আগে ফিরেছেন লন্ডন মাতিয়ে। সম্প্রতি জায়েদ তার ফেসবুকে বিমানে বসা একটি ছবি পোস্টে ‘ট্রাভেলিং মুম্বাই’ দিয়ে পোস্ট দিয়েছেন।
হঠাৎ মুম্বাই কেন, এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই। এ কারণে মন চাইলেই মুম্বাই যাই বেড়াতে। এবারও তাই হয়েছে।
তিনি আরও বলেন, এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাইয়ে বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি।