সাতক্ষীরায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় প্রকৌশলী ও তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালক।
আজ শনিবার সকাল আটটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে সাতক্ষীরার ৩৩ বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঘটে এ দুর্ঘটনা।
নিহত দুজনের পাসপোর্ট থেকে জানা গেছে, নিহত প্রকৌশলীর নাম অসীম কুমার বিশ্বাস (৬০)ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৯)।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তাঁদের বাড়ি। আহত চালক মো. রফিকুল ইসলাম ওরফে সজীব (৩০) খুলনার দীঘলিয়া এলাকার বাসিন্দা তিনি ।
সাতক্ষীরা কাটিয়া ফাঁড়ির পরিদর্শক উত্তম মিত্র বলেন, বাংলাদেশে খুলনা থেকে মোংলা রেললাইনের যে কাজ চলছে,
অসীম কুমার বিশ্বাস ওই প্রকল্পের একজন প্রকৌশলী। তিনি ও তাঁর স্ত্রী খুলনায় থাকতেন । আজ সকালে ভারতে যাওয়ার উদ্দেশে প্রাইভেট কারে করে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। দুজনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।
ট্রাক ও প্রাইভেট কার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।