ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ফল উৎসব আয়োজন করা হয়েছে ।
২৫ জুন (মঙ্গলবার) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্যৈষ্ঠের মধুমাখা আষাঢ় মাসে উৎসবমুখর পরিবেশে আগামী ২৭ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের আঙ্গিনায় ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।