এবার অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ক্যাম ফোনকল শনাক্তে নতুন টুল আনছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ‘শার্পি’ নামের এই নব্য টুলটি যে নম্বর থেকে কল আসবে, সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে শনাক্ত করবে সেটি স্ক্যাম কি-না। এমনকি, পরবর্তীতে স্ক্যাম কলের ঝামেলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে সতর্কতা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে নিজে থেকে স্ক্যামার নম্বরগুলোকে ব্লক করে দিবে এই প্রযুক্তিটি।
এ প্রসঙ্গে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগলের জেমিনি ন্যানো এআই প্রযুক্তির সহায়তায় তৈরিকৃত শার্পি টুল গুগলের ফোন অ্যাপে সহজেই ফোনকলের বিষয়, কণ্ঠস্বরের পরিবর্তন তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে সেটি প্রতারণামূলক ফোনকল কি-না, তা শনাক্ত করবে।
গুগলের ফোন অ্যাপ বর্তমানে ব্যবহারকারীদের অভিযোগ ও কালোতালিকার ভিত্তিতে স্ক্যাম কল শনাক্ত করে থাকলেও নতুন শার্পি টুলটি ফোনকলে সন্দেহজনক কণ্ঠ শনাক্তেও কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। পাশাপাশি, টুলটি কাজে লাগিয়ে স্ক্যাম কলের বিষয়ে অভিযোগও করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে নিজেদের ডেভেলপারদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে জেমিনি ন্যানো এআই প্রযুক্তির মাধ্যমে স্ক্যাম কল শনাক্তের কৌশল প্রদর্শন করেন গুগলের প্রযুক্তিবিদরা।
বর্তমানে প্রতিষ্ঠানটি ফোন অ্যাপের ১৩৮.০.৬৫৪৫৩৯৪৭৫ সংস্করণে নতুন এআই টুলটির কার্যকারিতা নিয়ে পরীক্ষা পরিচালনা করছে বলে জানা গেলেও ঠিক কবে এই প্রযুক্তিটি সত্যি সত্যিই ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন তা জানা যায়নি।