কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী নিহত ও গ্রেপ্তারের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা রবিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষনা দিয়েছে। পাশাপাশি শনিবার (৩ আগস্ট) পালিত হবে বিক্ষোভ কর্মসূচি।
শুক্রবার (২ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকের মাধ্যমে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন।
উক্ত বার্তায় আব্দুল হান্নান মাসুদ জানান, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহতের ঘটনায় উপস্থাপিত ৯ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ৪ আগস্ট (রবিবার) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। তার আগে দেশবাসীকে একযোগে বিক্ষোভ কর্মসূচি করতেও আহবান জানান তিনি।
এই কর্মসূচি পালনের সময় সারাদেশের সর্বস্তরের জনগনকে কর প্রদান ও সকল সরকারী কাজে অসহযোগীতা করতে বলেছেন তিনি।পাশাপাশি বিদ্যুৎ বিল না দিতেও আহবান জানান আব্দুল হান্নান মাসুদ। এ ছাড়াও, উপস্থাপিত নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষনা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কারণে সংঘটিত সহিংসতায় দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিশুসহ অনেক সাধারণ জনগণ নিহতের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নয় দফা দাবি পেশ করে।