তিউনিশীয় প্রধানমন্ত্রী আহমেদ হাচানি বরখাস্ত হয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ তাঁকে বরখাস্ত করলেও, এর কোনো ব্যাখ্যা দেননি।
বুধবার (০৭ আগস্ট) ফরাসি বার্তাসংস্থা এএফপি হাচানিকে বরখাস্ত করার কথা প্রকাশ করেছে এক প্রতিবেদনে।
এএফপি তাদের প্রতিবেদনে লিখেছে, “হাচানিকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিউনিশিয়ার সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরির নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ।”
বুধবার গণপরিবহনে অসুবিধা মোকাবিলায় সরকারি বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশের জেরে হাচানিকে বরখাস্ত করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। ২০২৩ সালের আগস্টে প্রধানমন্ত্রী হন হাচানি। তাঁর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী নাজলা বৌদেনকেও কোনো কারণ ছাড়াই বরখাস্ত করেছিলেন সাইদ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন কাইস। ২০২১ সালে তিনি ‘আত্ম-অভ্যুত্থান’-এর মাধ্যমে সর্বময় ক্ষমতা দখলের ঘোষণা দেন। চলতি বছরের ৬ অক্টোবর তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিডিএন৭১/রুশু