দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘অধ্যাপক ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সমর্থন জানাতে মালয়েশিয়া সদা প্রস্তুত। সংখ্যালঘু সম্প্রদায়সহ বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় অধ্যাপক ইউনূস কাজ করবেন বলে আমি সন্তুষ্ট।’
পাশাপাশি, দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সত্বর বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করতে অধ্যাপক ইউনূস তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও পোস্টটিতে জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মুখে পতন হয় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। পরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে ১৭ উপদেষ্টার সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
রুশু/এমএ//