কক্সবাজার জেলার টেকনাফে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের প্রায় দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাহিনীটি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা আইসগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান শুরু করে বিজিবির একটি টহল দল। তখন বিজিবি সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে দুজন চোরাকারবারি ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে গেলে ঘরের এক কোনায় গর্ত দেখতে পেয়ে সেটি খনন করেন বিজিবি সদস্যরা। পরে সেখান হতে একটি প্লাস্টিকের ব্যাগে আবৃত অবস্থায় ১ কেজি ৭৯৩ গ্রাম আইস উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, অভিযান চালানো হলেও কোনো মাদক চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দারা কাজ করছেন। উদ্ধারকৃত আইস ব্যাটালিয়ন সদরদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
রুশু//