দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এক মাসের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে রয়টার্সকে জানিয়েছে তারা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ চৌধুরী রয়টার্সকে জানিয়েছেন, বৈষম্য বিরোধী প্লাটফর্ম নতুন রাজনৈতিক দল গঠন করার উচ্চ সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত নয়।দ্বৈত প্রথার অবসান ঘটাতে এবং কেউ যেনো স্বৈরাচারে পরিণত না হয় তার জন্যই শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে।
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম এই বিষয়ে বলেছেন, “আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ গঠন করা, যেখানে কোনো ফ্যাসিবাদী, স্বৈরাচারী ফিরে আসতে পারবে না। আর এর জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন, এক্ষেত্রে অবশ্যই কিছু সময় লাগবে ”
প্রসঙ্গত, ড.ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুত নির্বাচনের জন্য আহ্বান জানালেও, তা প্রত্যাখ্যান করেছেন ছাত্র আন্দোলনকারীরা।
নাসিফ/এমএ//