বলিউডের হরর-কমেডি ঘরানার সিনেমা ‘স্ত্রী’ ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যবসাসফল হয়েছিল। তাই এর সিক্যুয়েল ‘স্ত্রী ২’ নিয়ে নির্মাতাদের প্রত্যাশা ছিল অনেক। তবে ছবিটির মুক্তির পর প্রথম দিনের সাফল্য সবাইকে চমকে দিয়েছে। ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়েছে।
এক তথ্য অনুযায়ী, দীনেশ বিজন প্রযোজিত এবং অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিটি মুক্তির প্রথম দিনেই ৭৬ কোটি ৫ লাখ রুপি আয় করেছে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটির বাজেট ছিল ৬০ কোটি রুপির মতো, যা প্রথম দিনেই পেরিয়ে গেছে। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ছবিটি প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে, যা নির্মাতাদের প্রচণ্ড আশাবাদী করেছে যে ‘স্ত্রী ২’ সপ্তাহের শেষের মধ্যে ১০০ কোটির মাইলফলক পার করবে।
প্রথম দিনের আয়ের দিক থেকে ‘স্ত্রী ২’ অনেক বড় সিনেমাকে পেছনে ফেলেছে, যার মধ্যে রয়েছে সানি দেওলের ‘গদার ২’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশনের ‘ফাইটার’, এবং প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ হিন্দি সংস্করণ। ‘গদার ২’ এবং ‘টাইগার ৩’ প্রথম দিনে ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল, যেখানে ‘স্ত্রী ২’ অগ্রিম বুকিং থেকেই ২৩ কোটি ৩৬ লাখ রুপি আয় করেছে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার মধ্যে ‘বেদা’ প্রথম দিনে ৬ কোটি ৫২ লাখ রুপি আয় করেছে, আর অক্ষয় কুমার ও তাপসী পান্নুর ‘খেল খেল মে’ মাত্র ৫ কোটি রুপি ব্যবসা করেছে।
‘স্ত্রী ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। এছাড়া ছবিতে পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অতিথি চরিত্রে অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকেও দেখা গেছে। তামান্না ভাটিয়া ছবির আইটেম গানে আগেই আলোড়ন সৃষ্টি করেছেন।
এমএ//