দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সবক্ষেত্রে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এরই মধ্যে একটি নতুন খবর এসেছে—বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারল্যান’ এর মাধ্যমে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন।
গত আসর থেকেই শোনা যাচ্ছিল যে, এবারের বিপিএলে অংশগ্রহণ থেকে সরে আসতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে সবার আগে ছিল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৪ বিপিএলের শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল আয় ভাগাভাগি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে দল না রাখার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
ধারণা করা হচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই আসরে অংশ নিচ্ছে না। তবে কুমিল্লা না থাকলেও তারকা মালিকের অভাব থাকছে না বিপিএলে। শাকিব খানের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারল্যান’ এবার ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে।
এই বছরের শুরুতেই শাকিব খান ‘রিমার্ক-হারল্যান’ এর সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিক। ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারল্যান’ এর হাতে যাচ্ছে।
এমএ//