সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে (ড. ইউনূস) অভিনন্দন।’
লরেন্স ওং আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। আমার বিশ্বাস, আপনার (ড. ইউনূসের) নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে।’
এ সময় ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন তিনি।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে দুই দেশের বহুমুখী সহযোগিতা ছড়িয়ে আছে। এ সম্পর্ক আরও জোরদারে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই