বলিউড কিং শাহরুখ খানের জীবনযাপন যেন অনেকটা ব্যাচেলরদের মতোই। অন্যরা যখন ঘুম থেকে ওঠেন, সেসময় ঘুমাতে যান তিনি। সবার ঘুমানোর সময় রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে হলেও শাহরুখ ঘুমাতে যান ভোর ৫ টায়। এখানেই শেষ নয়, তিনি খাবার খান মাত্র একবেলা।
কিং খানের এরকম অনিয়মিত লাইফস্টাইলের পেছনে দায়ী তার কর্মব্যস্ততা। শ্যুটিং না থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ঠিকমত বিশ্রাম নেওয়াও হয় না তার। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটিই জানিয়েছেন শাহরুখ।
শাহরুখ বলেন, ❝৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এ সময় আমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। আর আমি ওয়ার্কআউটে মন দিতাম।❞
শাহরুখ আরও বলেন, ❝আমি সাধরণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯টা-১০টা পর্যন্ত ঘুমাই। এরপর আমি শ্যুটিংয়ে যাই।❞
উল্লেখ্য, সম্প্রতি, শাহরুখ খান ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের আসরে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’ (ক্যারিয়ার লেপার্ড) পুরস্কারে ভূষিত হয়েছেন।
এমএ//