২০০৯ সালে পিলখানা বিদ্রোহের দায়ে ‘মিথ্যা ও অন্যায়ভাবে’ বিডিআরের ৭৬তম ব্যাচের ৫১৬ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ বর্ডার গার্ডের (সাবেক বিডিআর) ৭৬তম ব্যাচের সদস্যরা। এসময় তারা চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
তারা বলেন ৭৬তম ব্যাচকে বাতিল করে ক্ষান্ত থাকেনি, বরং ৭৬তম ব্যাচের সব সদস্যকে অন্য কোনও বাহিনীতে চাকরি নেওয়ার কোনও সুযোগ রাখেনি। পরবর্তী সময়ে আমাদের অন্যকোনও সরকারি চাকরি হলেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে তা বাতিল করা হয়েছে।
তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিজিবি মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে ২০০৯ সালে পিলখানা বিদ্রোহের নামে ও বিদ্রোহের দায়ে মিথ্যা ও অন্যায়ভাবে ৭৬তম ব্যাচের ৫১৬ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের প্রত্যেক সদস্যকে পুনরায় বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবিতে (তৎকালীন বাংলাদেশ রাইফেল্স) ফিরিয়ে আনার জন্য তারা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় আছেন