টেইলর অ্যালিসন সুইফট। মার্কিন যুক্তরাস্ট্রের জনপ্রিয় একজন সংগীতশিল্পী। চলতি বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া শিল্পী তিনি। ২০২৩ সালে শুধু স্পটিফাইয়ে সুইফটের গান স্ট্রিমিং হয়েছে ২৬ বিলিয়নের বেশিবার, যা থেকে গত নভেম্বর মাস পর্যন্ত এই গায়িকার আয় হয়েছে ৯ কোটি ১০ লাখ ডলারের বেশি। আগের মাসগুলোতে স্ট্রিমিংয়ের প্রবণতা থেকে মনে করা হচ্ছে, চলতি ডিসেম্বর মাসেই তাঁর আয় ১০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১০২ কোটি টাকার বেশি। বছর শেষে স্পটিফাইয়ের পরিসংখ্যান দেখে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য স্পটিফাই সংগীতে সবচেয়ে বড় স্ট্রিমিং সাইট।
স্পটিফাই ছাড়া অন্যান্য স্ট্রিমিং সাইট গুলো মিলিয়ে চলতি বছর সুইফটের আয় ২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। যা বাংলাদেশি টাকায় ২ হাজার ২০০ কোটি টাকার বেশি।