সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ঘটে যাওয়া গুম, খুন, হত্যার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করে যুবদল।
গত ১৫ বছরে দেশে গুম, খুন ও জখমের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রের নির্মম হত্যা, নিরাপদ সড়ক আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শিশু, ছাত্র ও যুবকের হত্যার ঘটনায় দায়ী সরকার প্রধান শেখ হাসিনা ও তার বর্বর বাহিনীর বিচার দাবি করে আগামীকাল বুধবার (২১ আগস্ট) ২০২৪ যুবদল দেশের সকল জেলা ও মহানগরে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।