বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকবাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা অস্থির। এই কারণে বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি নতুন আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা উঠলে ২০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যর্থার্থ হবে না বলে আজ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে আইসিসির সভায়।
নাসিফ/এমএ//