ভারী বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়িসহ বেশ কিছু এলাকা রয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় জেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। সেখানে উদ্ধার অভিযানে নৌবাহিনীর তিনটি কন্টিনজেন্ট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, ফেনীতে উদ্ধার কাজে তিনটি কন্টিনজেন্ট কাজ করছে। আগের একটির পাশাপাশি আজ থেকে যুক্ত হয়েছে আরও দুটি কন্টিনজেন্ট।
ওই পোস্টে উল্লেখ করা হয়, নৌবাহিনীর আরও দুটি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেনীতে বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজে অংশগ্রহণ করছে। ডুবুরি, ত্রাণসামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহৃত হচ্ছে উদ্ধারকাজে। জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।