রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পড়িয়ে উঠবস করিয়ে হল থেকে বের করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২২আগস্ট) রাত ৯টায় এই ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম আদিত্য সাগর। সে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।সে বঙ্গবন্ধু হলের ৪২৬ নং রুমে থাকতো।
তার সম্পর্কে জানা গেছে সে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেমসের বন্ধু। কোনো পদে ছিলো না কিন্তু ছাত্রলীগ নেতা জেমসের পাওয়ার দেখাতো। হলে বেশ দাপটে চালিয়েছে। অনেকের সাথে খারাপ ব্যবহার করেছিলো, এমনকি নিজের রুমমেটকেও খুব নির্যাতন করেছিলো বলে তার রুমমেট অভিযোগ করেছে। এখন আজকে হলে এসেছে এবং তার রুমমেট সেই ক্ষোভ প্রকাশ করে সকল শিক্ষার্থীকে ডেকে তাকে ধরিয়ে দিয়েছে।