রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে এসে যে নাটকীয়তা দেখা যাচ্ছে তাতে ইতিহাস সৃষ্টির আশা জাগাচ্ছে। প্রথম ইনিংসে ৪৪৮ রানে পাকিস্তান যখন ইনিংস ঘোষণা দেয় তখন স্বাভাবিকভাবেই শঙ্কা জাগছিলো পরাজয়ের। এবারে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন টাইগাররা।
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। কিন্তু তার নায়কোচিত ইনিংস আক্ষেপে পোড়ায় পাকিস্তানকে। কারণ, মুশফিক, সাদমান, মিরাজদের ব্যাটে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ১১৭ রানের।
চতুর্থ দিনের শেষ বেলায় পাকিস্তান যখন ব্যাট করতে নামে তখনও ধারণা করা হচ্ছিল ব্যাটিং সহায়ক পিচ হওয়ায় ম্যাচ ড্রই হয়ে যাবে। কিন্তু শেষ দিনের প্রথম সেশনেই স্বাগতিকদের চেপে ধরেন টাইগার বোলাররা। ৩৫ ওভারে ১০৭ রানে তুলে নেন ৬ উইকেট। দিনের এখনো বাকি দুই সেশন। গুরুত্বপূর্ণ ব্যাটারদের হারিয়ে তাই পরাজয়ের শঙ্কায় পাকিস্তান।