মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ সোমবার (৪ ডিসেম্বর)।
১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন শেখ মনি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যুব রাজনীতির সূচনা করেন তিনি। শেখ মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদকও ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগ। এর মধ্য আছে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে যুবলীগ।