বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড শিল্পীরা। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘গেট আপ স্ট্যান্ড আপ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে, যেখানে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, মাইলস, জলের গান, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আর্বোভাইরাস, ইনডালো, অ্যাভয়েড রাফা, মেহরিনসহ দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দল একত্রিত হয়।
এই প্ল্যাটফর্মটি এবার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা সংগ্রহে নেমেছে। ব্যান্ড শিল্পীরা নিজেদের সংগৃহীত অর্থ বন্যাকবলিত এলাকার মানুষদের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছেন।
জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’র ভোকালিস্ট রাফা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা উদ্ধারকাজে অংশ নেওয়ার পরিকল্পনা করলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। সেনাবাহিনী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দলের সহায়তা ছাড়া উদ্ধারকাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা এখন ত্রাণ সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং সবার কাছে আবেদন জানিয়েছেন, যেন সবাই নিজেদের সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায়।
রাফা আরও জানান, এই উদ্যোগে মিউজিশিয়ানদের কয়েকটি দল বন্যাকবলিত এলাকায় স্থানীয় ভলান্টিয়ারদের সঙ্গে মিলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। তাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবং ২৩ আগস্ট রাত ৯টা পর্যন্ত ফান্ডে ৮,০২,৭০৮ টাকা জমা হয়েছে। ডোনেশন কার্যক্রম শেষ হওয়ার পর, তারা হিসাবের সম্পূর্ণ বিবরণ স্বচ্ছতার জন্য প্রকাশ করবেন।
এমএ//