আনসার বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।
রবিবার (২৫ আগষ্ট) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক গুলো ঘুরে প্রধান ফটক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ছাত্র লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আনসারের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘২৪শের পরাজিত শক্তি কখনো আফসোস লীগ, কখনো দরবেশ, কখনো আনসার লীগ হয়ে ফিরে আসছে। তারা দাবী আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। যে কোনো মূল্যে তাদের এই অচেষ্টা ব্যার্থ করতে হবে। আমরা ছাত্র সমাজ তাদের এই অচেষ্ট রুখতে সজাগ আছি।’
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার সমন্বয় এস এম সুইট বলেন, ‘ছাত্র সমাজের গণবিপ্লবের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে যে বা যারা বিতর্কিত করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। আমার ছাত্র সমাজ সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত’