শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারের পর থেকেই তাকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তার সম্পর্কে নানা গুজব প্রচলিত আছে। এগুলোর মধ্যে অন্যতম তিনি শতাধিক সন্তানের পিতা।
মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে ‘রাশিয়ার ইলন মাস্ক’ নামে পরিচিত পাভেলের জীবনের নানা জানা-অজানা তথ্য উঠে এসেছে। তার সঙ্গে বিশ্লেষকরা মার্ক জাকারবার্গের কারিগরি জ্ঞান ও প্রাচুর্য, জ্যাক ডরসের উদ্ভট জীবনযাপন ও ইলন মাস্কের স্বাধীনতাকামী কার্যকলাপের মিল খুঁজে পান। সঙ্গে মাস্কের মতো তিনিও অসংখ্য সন্তান জন্মদানের ধারণায় বিশ্বাসী।
জুলাইতে পাভেল বলেন, তিনি গত ১৫ বছরে স্পার্ম ডোনেট করে শতাধিক সন্তানের পিতা হয়েছেন। টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার সন্তানেরা ১২টি দেশে ছড়িয়ে আছে।