ঢাকার মালিবাগ উড়ালসেতুতে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দমকল বাহিনীর কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন:
“মালিবাগ উড়ালসেতুতে পুলিশের একটি যানে আগুন লাগার সংবাদ পাওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দলকে পাঠানো হয়েছে। তবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”
এ বিষয়ে স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটার দিকে মালিবাগ উড়ালসেতুর কাছে অকস্মাৎ একটি পুলিশের গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। সে সময়ে গাড়িটির বানেট খোলা ছিল বলে জানান তারা। গাড়িটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন অনেকে।
আরএস