বক্স অফিসে সাফল্যের ঝড় তুলেছে ‘স্ত্রী ২’। অমর কৌশিক পরিচালিত এই ছবির মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রথম কিস্তির চেয়ে সিক্যুয়েলটি অনেক বেশি সফল হয়েছে।
এই সাফল্যের ঝলক কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা দিলেন রাজকুমার রাও। তাঁর জন্মদিন, ৩১ আগস্ট, উপলক্ষে অভিনেতা নতুন ছবি ‘মালিক’-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন। পুলকিত পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার, যেখানে রাজকুমারকে মুখ্য চরিত্রে দেখা যাবে।
রাজকুমারের শেয়ার করা পোস্টারটিতে তাঁকে একটি পুলিশের জিপের উপর দাঁড়িয়ে, হাতে বন্দুক নিয়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা যাচ্ছে। এই পোস্টারে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা ফুটে উঠেছে।
পোস্টারটির ক্যাপশনে রাজকুমার লেখেন, “মালিকের দুনিয়ায় আপনাকে স্বাগতম। শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে।”
রাজকুমারের এই পোস্টটি দেখে নেটিজেনরা আবারও তাঁর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে ‘ভিকি’র চরিত্রের রেশ কাটিয়ে রাজকুমারকে এমন উত্তেজনাপূর্ণ চরিত্রে দেখতে তাঁরা আগ্রহী। অভিনেতার স্ত্রী পত্রলেখাও এই পোস্টের মন্তব্যে স্বামীকে বাহবা দিয়েছেন।