দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সুরাইয়া আক্তার নামের কৃষি অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা । তবে জানা যায়নি এর সঠিক কারণ।
সুরাইয়া আক্তার (২৪) নওগাঁ জেলার পত্নীতলার মোবারকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সন্দেহ করা হচ্ছে গত শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে তিনি আত্মহত্যা করেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবালীপুর গ্রামে আছিয়া ছাত্রী নিবাস নামে মালিকানাধীন একটি ভবনের ২০৭ কক্ষে এককভাবে বসবাস করতো সে।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক সেলিমুর রহমান জানান, গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০ টার মধ্যে কোন এক সময়ে কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে মেস মালিক লিটন কোতয়ালী থানায় অভিযোগ জানিয়েছেন।
শনিবার বিকাল ৪ টার দিকে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে৷ লাশের সাথে পাওয়া যায়নি কোনো আলামত। যার কারণে আত্মহত্যা করে থাকলেও তার কারন জানতে পারেনি তারা। নওগাঁ থেকে স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে থানায় দেখা করেছেন। তারাও জানাতে পারেননি সঠিক কারণ।তারাও কারণ জানার চেষ্টা করছেন।
সংগ্রাম/এমএ//