বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ আছে । দিনের প্রথম সেশনের প্রায় শেষের দিকেও বৃষ্টি থামার কোন নাম নেই। আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী আজ সারাদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থনে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি হতে পারে।
গতকাল বাংলাদেশ আগে ব্যাট করে তেমন সুবিধা করতে পারেনি ।১৭২ রানে অলআউট হলেও জবাবে কিউয়িদেরকেও চাপের মধ্যে রেখেছে তাইজুল-মিরাজরা। এ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। মিরাজ ৩ টি এবং তাইজুল ২ টি উইকেট শিকার করেন।
এদিকে গতকাল থেকেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া বৃষ্টিভাবাপন্ন ছিলো। কিন্তু আজ সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
মিরপুরের স্পিন উইকেটে একদিনের খেলা বন্ধ থাকলেও এই টেস্টে জয়-পরাজয় এর ফলাফল আসার সম্ভাবনাই বেশি। কেননা প্রথম দিনের খেলায় ১৫ টি উইকেট নিয়েছেন বোলাররা।
এই উইকেটে কিউদের জন্য বাংলাদেশের বোলারদের সামলানো অনেক কঠিন হবে বলে ধরেই নেওয়া যায়।