রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসনাত কবীর।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব কর্তৃক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ।
ড. হাসনাত কবীর রাবির ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ২০০৭ সালে তিনি জাপানের কোচি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৮ সালে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগে প্রভাষক হিসেবে বিভাগে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে বিভাগে সহকারী অধ্যাপক ও ২০২০ সালে অধ্যাপক পদে উন্নীত হন।বিভিন্ন জার্নালে ও অন্যান্য প্রকাশনায় তাঁর প্রায় ৬০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার ক্ষেত্র হচ্ছে অ্যান্টেনা ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি প্রিন্টিং।
উল্লেখ্য গত ১২ই আগস্ট সদ্য সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় পদটি ফাকা ছিলো।