নওগাঁয় কোর ভবন জামে মসজিদ ভেঙে উকিলদের চেম্বার করার প্রতিবাদ ও পরিকল্পনা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কোট চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মুহম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলল বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি হাফেজ মুহম্মদ নাজিবুদ্দীন চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ নূর মনিনূল হক, মাওলানা মুফতি মুহম্মদ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুফতি মোহাম্মদ সাদেক আলী, মাওলানা মুফতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর অর রশিদ, মাওলানা মুহাম্মদ শাহেদ আরাফাত, মাওলানা মুফতি মুহম্মদ হাফিজুল্লাহ সহ প্রমুখ।
সে সময় বক্তারা বলেন, মসজিদ ভেঙে কোন ভাবেই উকিলদের চেম্বার নির্মাণ করতে দেওয়া হবে না। যদি মসজিদ ভাঙা হয় তাহলে তার পরিনতি অনেক ভয়াবহ হবে। কোট নির্মানের পর থেকে মসজিদে নামাজ পরে আসছে প্রায় ৮০ শতাংশ লোক কিন্তু সৈরতন্ত্র সরকারের ফেলে যাওয়া কিছু দোসর এখনো রয়েছে যারা মসজিদ ভেঙে ফেলার চক্রান্ত চালাচ্ছে।
বক্তব্য শেষে তারা ৫টি দাবি জানান।