রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার মোট ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশ আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক বিশেষ আদেশের মাধ্যমে নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি দায়ের করা মামলা নম্বর ৬৫, ‘বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলা’ এর১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।