ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায়। এরপর কিছুটা বিরতিতে ছিলেন তমা, তবে এবার ফিরছেন নতুন একটি প্রজেক্ট নিয়ে। নতুন চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তিনি নিজের ওজনও কমিয়েছেন।
তমা মির্জা জানিয়েছেন, নতুন সিনেমার জন্য প্রস্তুত হওয়ার লক্ষ্যে তিনি পাঁচ কেজি ওজন কমিয়েছেন। নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এই পরিবর্তন এনেছেন তিনি। শুটিং শুরুর আগেই তিনি প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপগুলো নিয়েছেন।
সম্প্রতি তমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যায়ামের কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে কালো পোশাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যায়াম করতে দেখা গেছে। ছবিতে তার ট্রেইনারকেও দেখা গেছে।
তমা মির্জা এক গণমাধ্যমে বলেন, “শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু হবে। এর জন্য কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছি। ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছি, যার ফলে আমার ওজন পাঁচ কেজি কমেছে। সামনের মাসে শুটিংয়ে গিয়ে সিনেমার বিষয়ে বিস্তারিত জানাব।”
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে তমা দর্শকদের মন জয় করেছিলেন। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল। এখন তিনি নতুন সিনেমার জন্য বিশেষ প্রস্তুতির মধ্যে রয়েছেন।