কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে দুই প্রতিপক্ষের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুইজন কমান্ডার নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন, ইমাম হোসেন (৩৭) এবং রহমত উল্লাহ (২৫)। পাশাপাশি আহত হয়েছেম মোহাম্মদ আব্দুল্লাহ (৩১) নামের একজন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ ‘নিহত দুজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার। স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করলে পুলিশ গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ উদ্ধার করে।”
প্রসঙ্গত, পুলিশ প্রাথমিকভাবে ধারণা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।