Home » news » চুন থেকে পান খসলেই মেইন গেটে তালা: ঐতিহ্য হারায়নি চবিয়ানরা
দ্রুত ভিসি নিয়োগের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন মেইন গেটের সামনে দ্রুত ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “এক মাস ধরে উপচার্য বিহীন চবি। ঢাবি, রাবি সহ অন্যান্য ক্যাম্পাস উপাচার্য পেলেও আমরা এখনো পাইনি। ক্যাম্পাস শিক্ষার্থীহীনতায় ভূতুড়ে পরিবেশ লাভ করেছে। দ্রুত একজন দক্ষ, শিক্ষা ও গবেষণাবান্ধব ভিসি নিয়োগ দিয়ে চবির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।”
গত ১২ আগস্ট ২০২৪ পূর্বের ভিসি পদত্যাগ করার পর এক মাস অতিবাহিত হলেও নতুন ভিসি পায়নি চবিয়ানরা। ক্ষোভে এবার বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। দাবী আদায়ের জন্য ক্যাম্পাসের গেটে তালা ঝুলানোর বিষয়টি নতুন নয়। বিগত কয়েক বছরেও ছাত্রলীগকে এরকম তালা ঝুলাতে দেখা গেছে। ক্যাম্পাসে যাতায়াত অচল করে দাবী আদায় যেন চবিয়ানদের রীতিমত ঐতিহ্য হয়ে গেছে।