বিশিষ্ট কলামিস্ট ও অর্থনীতিবিদ অধ্যাপক আব্দুল মুঈদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগ। এসময় অধ্যাপক মুঈদের বর্নাঢ্য জীবন স্মরণ করে অশ্রু সিক্ত হয়ে পড়েন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের ৪র্থ তলায় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসন এ স্মরণ সভা আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মুস্তফা আরিফ, অধ্যাপক ড. দেবাশীস শর্মা, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সিদ্দিক বাদশা, কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দীন খানসহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে অধ্যাপক মুঈদের মতো মানুষের খুব প্রয়োজন ছিলো। তিনি বিভাগের তুমুল জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের খুব আপন করে নিতেন। স্যার সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আসলে মুঈদ স্যারেরা কখনো মরা যায়না। তরা যুগে যুগে সকলের মাঝে বেঁচে থাকেন। আমরা দোয়া করি স্যারের সকল গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করুক।
উল্লেখ্য, অধ্যাপক আব্দুল মুঈদ গত ১১ সেপ্টেম্বর রাত ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৯৯০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে, তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।