নাটক ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাজিফা তুষি সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। তবে প্রথম সিনেমার পর থেকে তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এ সময়ে তিনি বিভিন্ন অভিনয় কর্মশালা ও কোর্স করেছেন এবং প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত ছিলেন। এবার তুষি তার ভক্তদের অপেক্ষা করতে বলেছেন।
বর্তমানে তুষি নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বিভিন্ন কনটেন্টের শুটিং করছেন এবং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কাজ করার মাধ্যমে তার দক্ষতায় নতুন মাত্রা যোগ হচ্ছে। তবে নতুন কাজ সম্পর্কে সঠিক তথ্য দিতে নারাজ তুষি।
তুষি বলেন, “নতুন সিনেমা সম্পর্কে কিছু জানানো বারণ, তাই বিস্তারিত বলতে পারছি না। তবে আমার ভক্তদের জানাতে খুব ইচ্ছা করছে।”
তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, একটি কাজ শেষ হয়েছে এবং এ নিয়ে তিনি খুবই আশাবাদী। যিনি পরিচালনা করেছেন, তিনি তুষির পছন্দের একজন নির্মাতা। সিনেমার নির্মাণ প্রক্রিয়াও ছিল দারুণ। যদিও এখনই বিস্তারিত তথ্য দিতে পারবেন না, তবে প্রযোজক-পরিচালকেরা সঠিক সময়ে সব জানাবেন। আগামী বছর পর্দায় তুষিকে দেখা যাবে এবং একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে, তাই ভক্তদের অপেক্ষার প্রহর বাড়ল আরও কিছুটা।