মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পত্রে বলা হয়:
“পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত।”
পাশাপাশি, মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরএস