সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না দিলে কেন্দ্রীয় সমন্বয়কদের রংপুরে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি রংপুরের প্রবেশমুখ ঘেরাও করার কথাও জানান তাঁরা।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত দেয়ালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাঈদুর জামান বাপ্পি লেখেন, “আবু সাঈদকে নিয়ে যদি কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টাগণ সত্যিই ভাবতেন তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে এত তালবাহানা করতেন না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো মামলা করা হয় নাই ভিসি না থাকায়।
আসামীরা কি সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে। এর দায়ভার কি শুধুই আমাদের? আবু সাঈদকে তারা এভাবে ভুলে গেল? ভেরি স্যরি, আমার খুব লজ্জা লাগে। কারণ আবু সাঈদের সহযোদ্ধা আমিও ছিলাম।”
তিনি আরও লেখেন, ঢাবি, রাবি, চবি, জাবি, বুয়েটে ভিসি দিলেন ভালো কথা। অথচ খুনের সঙ্গে সরাসরি জড়িত আমাদের মতো দুই হেলমেট পরিহিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগসহ চিহ্নিত নরপশু খুব কমই ছিল। সকল ভিডিও ফুটেজ, স্ক্রিনশট, নামের তালিকা প্রস্তুত আছে। তারপরেও যেখানে ভিসি প্রয়োজন ছিলো সেখানে না দিয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো দিলেন। কিন্তু সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে কেনো দিলেন না? এমন বৈষম্য আবু সাঈদ চায়নি বলেই কিন্তু প্রাণ দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরও যোগ করেন, “প্লিজ সচিবালয়ে আপনারা যেমন দুস্কৃতকারীদের ঠেকাতে যান এবং আরও কত কত সংস্কার করতে যান ঐ সময়ে কেন্দ্রীয় সমন্বয়করা প্রধান উপদেষ্টাকে অন্তত এই মেসেজটুকু দিয়েন আবু সাঈদের হত্যার বিচারটা যেন নিশ্চিত হয়। তাই যদি আগামীকাল ১১ টার মধ্যে ভিসি না আসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাহলে রংপুরের প্রবেশপথ ঘেরাও করা হবে। কেন্দ্রীয় সমন্বয়কদের রংপুরে ঢএকতে দেওয়া হবে না।”
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুমন বলেন, ভিসি নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের জানাব। তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবে। অন্যথায় আমরা ‘উত্তরবঙ্গ ব্লকেড’ এর মত কর্মসূচি গ্রহণ করব।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়।
আরএ//